প্রকাশিত: Mon, Jul 17, 2023 12:35 PM
আপডেট: Tue, May 13, 2025 12:42 PM

[১]শিশুর সঙ্গে খুনসুঁটি করে ভাইরাল হলেন জো বাইডেন

জুবাইদা জেরিন: [২] হেলসিঙ্কি বিমানবন্দরে এক ছোট্ট শিশুর সঙ্গে বাইডেনের মজার আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সূত্র: রেডিও টুডে

[৩] বৃহস্পতিবার হেলসিঙ্কি থেকে বিদায় নেওয়ার সময় বাইডেন সেখানে বিমানবন্দরে দূতাবাসের কর্মী এবং তাদের পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানেই এক মায়ের কোলে থাকা শিশুর সঙ্গে বাইডেনের উদ্ভট আচরণ দেখা যায়। খবর ফক্স নিউজের।

[৪] ভিডিওতে দেখা যায়, বাইডেন ওই মায়ের কোলে থাকা বাচ্চাকে হাসানোর চেষ্টা করছিলেন। এ জন্য তিনি শিশুটির কাঁধে মুখ রাখেন এবং কামড়ানোর ভান করতে থাকেন। এ ছাড়া তিনি ভেংচিও কাটেন। 

[৫] এতে ওই শিশু ভয়ে পেয়ে যায় এবং বাইডেনের দিক থেকে মুখ সরিয়ে নেয়।

[৬] এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পরেই অনেকে এর কড়া সমালোচনা করছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ম্যাট গেটস বাইডেনের এহেন কাজকে বেশ অদ্ভুত হিসেবে উল্লেখ করেছেন।

[৭] মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার বেনি জনসন লিখেছেন, পৃথিবীতে বাইডেন কী করছেন? এ ছাড়া এ নিয়ে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র টুইট করেছেন। তিনি লিখেছেন, বাইডেনকে একটি নার্সিং হোমে রাখা উচিত। সম্পাদনা: সালেহ্ বিপ্লব